Loading...
01712117898
*** Admission Notice ***

Mission & Vision

Our

Mission & Vision

Mission:

”হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দান করুন দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং রক্ষা করুন জাহান্নামের শাস্তি থেকে” (সূরা বাকারা, ২০১)

অতএব ইহকালীন ও পরকালীন উভয় জীবনের সাফল্যই আমাদের লক্ষ ও উদ্দেশ্য।

Vision:

 আমাদের প্রচেষ্টা:

  • বিজ্ঞ ওলামায়ে কেরাম ও জেনারেল শিক্ষাবিদদের পরামর্শে পরিচালনা।
  • বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
  • পরম স্নহ-মমতা ও আদর-সোহাগের সাথে পাঠদান।
  • শিশুদের নির্মল পরিবেশে আনন্দদায়ক পাঠ নিশ্চিত করা।
  • সুন্দর আচরণ ও মানবসেবায় নিবেদিত করে গড়ে তোলা।
  • প্রি-প্লে থেকে ৫ম শ্রেণির মধ্যে সাধারণ বিষয়সমূহের পাশাপাশি নূরানি, নাযেরা ও হিফজুুল কুরআন সম্পন্ন করার সমন্বিত শিক্ষা কারিকুলাম।
  •  আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারীদের মাধ্যমে কুরআন তিলাওয়াতের মাশ্ক্ব প্রদান।
  • বাংলায় প্রমিত উচ্চারণ এবং অ্যারাবিক ও ইংলিশ স্পিকিংয়ের একাডেমিক পরিবেশ তৈরি।  
  •  আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখার বিশেষ প্রশিক্ষণ।
  • সপ্তাহে এক দিন আদব ও শিষ্টাচার, নীতি নৈতিকতা, স্বাস্থ্য সচেতনতা, সুস্থ বিনোদন, শিক্ষণীয় খেলাধুলা, সুন্নত তরিকায় অজু-গোসল ও নামাজের প্রাকটিক্যাল ক্লাস।
  • দুর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ।
  • স্বাস্থ্যকর আবাসনব্যবস্থা ও উন্নত মানের খাবার পরিবেশন।
  • ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ক্লাসে পাঠদান পর্যবেক্ষণ।
  • মেয়েদের জন্য আয়া ও সুদক্ষ নিরাপত্তা কর্মীর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা দান।
  • সব সময় বিদ্যুৎ নিশ্চিত করার জন্য আইপিএস ব্যবস্থা।
  • যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন। 
  •  সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর পরিবেশ।
  • দর্শনীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শিক্ষা সফর।